Monday, November 26, 2012
Sunday, November 18, 2012
Aapto
আপ্ত -- সারস্বত
পাগলের মত ভালোবেসে ফেলেছিল
সহসা এসেছে অস্বীকারের দায়
তাই সে কুত্সা রটিয়ে বেড়ায় আজ
বিদ্বেষ -পাঁক ছিটিয়ে দিয়েছে গায় ...
সামনাসামনি খুবই শোভন আজও
কখনো সখনো কুশল sms ...
হয়ত কিছু মায়া ও রয়ে গেছে--
কোনো প্রেম-ই তো হয়না পুরো শেষ ...
সে-ই আমাকে চুম্বক ডেকেছিল
ভীষণ চাদর-আদরে হতে একক
সোহাগ-শীর্ষে আরোহী তখন কবি --
আজ হঠাত-ই বাতিল পদ্য লেখক ...
তবু অবহেলা বুক পকেটেই রাখি
নিন্দে গুলোই শ্রেষ্ঠ উপহার --
আমার মত খারাপ মানুষ নাকি দেখইনি তুমি !
আমার মত ভালো মানুষ ও পাবেনা তুমি আর ....
পাগলের মত ভালোবেসে ফেলেছিল
সহসা এসেছে অস্বীকারের দায়
তাই সে কুত্সা রটিয়ে বেড়ায় আজ
বিদ্বেষ -পাঁক ছিটিয়ে দিয়েছে গায় ...
সামনাসামনি খুবই শোভন আজও
কখনো সখনো কুশল sms ...
হয়ত কিছু মায়া ও রয়ে গেছে--
কোনো প্রেম-ই তো হয়না পুরো শেষ ...
সে-ই আমাকে চুম্বক ডেকেছিল
ভীষণ চাদর-আদরে হতে একক
সোহাগ-শীর্ষে আরোহী তখন কবি --
আজ হঠাত-ই বাতিল পদ্য লেখক ...
তবু অবহেলা বুক পকেটেই রাখি
নিন্দে গুলোই শ্রেষ্ঠ উপহার --
আমার মত খারাপ মানুষ নাকি দেখইনি তুমি !
আমার মত ভালো মানুষ ও পাবেনা তুমি আর ....
Friday, November 16, 2012
KALON
কালী-- তিনি মহাকালের বউ ...
কাল মানে তো সময় ....
সময় আমার বন্ধু ...
তবে কালী আমার কে হয় ?
সময়-এর অনিবার্যতা ...
-- সে সম্পর্কের নাম...
তার কাছেই তো কলন হবে --
মোক্ষ এবং কাম ......
কাল মানে তো সময় ....
সময় আমার বন্ধু ...
তবে কালী আমার কে হয় ?
সময়-এর অনিবার্যতা ...
-- সে সম্পর্কের নাম...
তার কাছেই তো কলন হবে --
মোক্ষ এবং কাম ......
Friday, November 2, 2012
Subscribe to:
Posts (Atom)