SARASWAT-KOTHA

Welcome... please come in... we are well known to each other... because the World is our sweet home...

saraswat-kotha

Sunday, November 18, 2012

Aapto

আপ্ত -- সারস্বত 
পাগলের মত ভালোবেসে ফেলেছিল
 সহসা এসেছে অস্বীকারের দায়
তাই সে কুত্সা রটিয়ে বেড়ায় আজ
বিদ্বেষ -পাঁক ছিটিয়ে দিয়েছে গায় ...

সামনাসামনি খুবই শোভন আজও
কখনো সখনো কুশল sms ...
হয়ত কিছু মায়া ও রয়ে গেছে--
কোনো প্রেম-ই তো হয়না পুরো শেষ ...

সে-ই আমাকে চুম্বক ডেকেছিল
ভীষণ চাদর-আদরে হতে একক
সোহাগ-শীর্ষে আরোহী তখন কবি --
আজ হঠাত-ই বাতিল পদ্য লেখক ...

তবু অবহেলা বুক পকেটেই রাখি
নিন্দে গুলোই শ্রেষ্ঠ উপহার --

আমার মত খারাপ মানুষ নাকি দেখইনি তুমি  !
আমার মত ভালো মানুষ ও পাবেনা তুমি আর ....


 

No comments:

Post a Comment